Manu

Saturday 19 July 2014

মোবাইল টুইটিং

মোবাইল টুইটিং



গ্রামীণফোন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, এখন থেকে আপনার গ্রামীণফোন মোবাইল থেকেই সারা বিশ্বের জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক টুইটারে (Twitter) টুইট করতে পারবেন এবং অন্যদের টুইট পড়তে পারবেন। তাই এখন আপনি আপনার বন্ধুসহ ইন্ডাস্ট্রি এক্সপার্ট, ফেভারিট সেলিব্রিটি এবং কাক্সিক্ষত আরো অনেকের নিয়মিত আপডেটসহ বিশ্বের কোথায় কি হচ্ছে, তা’ও জানতে পারবেন আপনার গ্রামীণফোন মোবাইলেই...........................................

SMS ভিত্তিক বিশেষ এই সার্ভিসটি পেতে আপনার গ্রামীণফোন মোবাইল থেকে ON লিখে SMS করুন 9594 নম্বরে।
প্রতিটি আউটগোয়িং SMS চার্জ মাত্র ৫০ পয়সা (+১৫% ভ্যাট) এবং ইনকামিং SMS-এর ক্ষেত্রে কোন চার্জ প্রযোজ্য নয়।
টুইটার এসএমএস সার্ভিসে গ্রামীণফোন গ্রাহকরা যা যা করতে পারবেন:
  • ON/START: আপনার অনুমোদিত সকল টুইটার আপডেট ও নোটিফিকেশন চালু করা।
  • OFF/STOP: সকল টুইটার আপডেট ও নোটিফিকেশন বন্ধ রাখা।
  • ON [username]: নির্দিষ্ট কারোর নোটিফিকেশন চালু করতে (উদাহরণ: ON alissa)।
  • OFF [username]: নির্দিষ্ট কারোর নোটিফিকেশন বন্ধ রাখতে (উদাহরণ: OFF alissa)।
  • FOLLOW [username]: নির্দিষ্ট কাউকে ফলো বা অনুসরণ করতে বা তার টুইট নোটিফিকেশন নিয়মিত পেতে। (উদাহরণ: FOLLOW jerry, or f jerry)
  • UNFOLLOW [username]: নির্দিষ্ট কাউকে ফলো বা অনুসরণ করা বন্ধ রাখতে।
  • LEAVE [username]: নির্দিষ্ট কোন ইউজারকে আনফলো না করে তার এসএমএস নোটিফিকেশন বন্ধ রাখতে। আপনি যখন ওয়েব থেকে twitter.com-এ লগইন করবেন, তখনও আপনি আপনার টাইমলাইনে ঐ ব্যক্তির আপডেট দেখতে পারবেন। ঊীধসঢ়ষব: Example: LEAVE benfu, or l benfu (সংক্ষেপে)
দারুণ সব আপডেট: বন্ধু, প্রিয় বিষয়, স্ট্যাটাসসহ অনেককিছু!
সরাসরি মেসেজ পাঠাতে, প্রিয় টুইটগুলোকে মার্ক করাসহ আরও অনেককিছুর জন্য নিচের কমান্ডগুলো ব্যবহার করুন:
  • @[username] + message: আপনার টুইটকে আরেকজনের টুইটের রিপ্লাই হিসাবে দেখাতে, এবং তার উল্লিখিত ট্যাবে সেটি সেইভ করে রাখতে। (উদাহরণ: @meangrape I love that song too!)
  • D [username] + message: ঐ ব্যক্তিকে ডিরেক্ট মেসেজ পাঠাতে (যে মেসেজটি তার ডিভাইসের ওয়েব আর্কাইভে সেইভ হবে)
  • M [username] + message: কাউকে প্রাইভেট মেসেজ পাঠাতে এই কমান্ড ব্যবহার করুন।
  • RT [username]: আপনার ফলোয়ারদের সাথে অন্যের টুইট শেয়ার করতে। এটাকে রি-টুইটও বলে। (উদাহরণ: RT Charles)
  • SET LOCATION [place name]: আপনার প্রোফাইলে লোকেশন ফিল্ড আপডেট করতে। (উদাহরণ: set location San Francisco)
  • SET BIO: আপনার টুইটার প্রোফাইলের বায়ো-ইনফর্মেশন এডিট করতে। (উদাহরণ: set bio I'm a writer in NYC!)
  • SET LANGUAGE[language name]: টুইটারে আপনি যে ভাষায় নোটিফিকেশন পেতে চান তা সেট করতে। (উদাহরণ: set language Bangla)
  • SET NAME [name here]: আপনার প্রোফাইলে নাম সেট করতে। (উদাহরণ: set name Jane Doe)
  • SET URL [url here]: আপনার প্রোফাইলে URL ফিল্ড সেট করতে। (উদাহরণ: set url http://www.abc.com)
  • WHOIS [username]: টুইটারে কোন পাবলিক ইউজারের প্রোফাইল তথ্য পেতে। (উদাহরণ: whois jack or w jack, for short)
  • GET [username]/g [username]: টুইটারে কোন ইউজারের লেটেস্ট টুইট আপডেট পেতে। (উদাহরণ: get goldman or g goldman)
  • FAV [username]: টুইটারে কোন টুইটকে ফেভারিট হিসাবে মার্ক করতে। (উদাহরণ: fav crystal, fave crystal, or favorite crystal)
  • STATS [username]: টুইটারে কোন ইউজারের ফলোয়ারের সংখ্যা ও বায়ো-ইনফর্মেশন জানতে।
  • HELP: প্রয়োজনীয় সব টিপ্স পেত।
  • SUGGEST: টুইটার ব্যবহারকারী বিভিন্ন মানুষের একাউন্ট পেতে, যাদেরকে আপনি ফলো করার ব্যাপারে আগ্রহী হতে পারেন।

চার্জ:

প্রতিটি আউটগোয়িং SMS মাত্র ৫০ পয়সা (ভ্যাট ব্যতীত) এবং ইনকামিং SMS ফ্রি
সার্ভিসটি চালুর প্রথম মাসে টুইটার SMS উপভোগ করুন একদম ফ্রী!
সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য।

No comments:

Post a Comment