Manu

Saturday 19 July 2014

ফেসবুক মাত্র ৫ টাকায়

ফেসবুক মাত্র ৫ টাকায় 

সকল ডাটা ব্যবহারকারীদের জন্য দারুন খবর  বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট এর মাধ্যমে  বন্ধু ও পরিবার এর সাথে সার্বক্ষণিক ভাবে যুক্ত থাকার জন্য এয়ারটেল ফেসবুক ফ্যানদের জন্য  নিয়ে এলো এক্সক্লুসিভ ডাটা প্যাক। এখন আপনার  like, share এবং friend এর সংখ্যা দিগুণ করুন মাত্র ৫ টাকায়! ............


বৈশিষ্ট্যঃ
  • ফেইসবুক ডাটা প্যাক শুধুমাত্র ফেইসবুক সাইট ও 0.facebook.com এর জন্য প্রযোজ্য
  • ফেইসবুক প্যাকের পাশাপাশি একই সাথে এয়ারটেল এর অন্য ভলিউম ভিত্তিক ডাটা প্যাক সক্রিয় ও ব্যবহার করা যাবে।
  • ভলিউম ১০ এম বি
  • আপনি যদি একই সাথে উভয় ফেইসবুক ও ভলিউম ভিত্তিক প্যাক সক্রিয় করেন,  সেক্ষেত্রে ফেইসবুক প্যাক ভলিউম ফেইসবুক ব্রাউজিং এর জন্য ব্যায় হবে এবং ভলিউম ভিত্তিক প্যাক এর ভলিউম ব্যায় হবে ফেইসবুক সাইট  ব্যাতিত ব্রাউজিং ও ডাউনলোড এর জন্য।
  • মেয়াদ হবে অ্যাক্টইভেশন এর দিন সহ ২ দিন
  • মেয়াদ শেষে পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে প্যাক স্বয়ংক্রিয় ভাবে নবায়ন হয়ে যাবে।স্বয়ংক্রিয় নবায়ন বন্ধ করতে চাইলে “FBOFF” লিখে  5000 এ এসএমএস করতে হবে।
  • আপনি *778*37#   ডায়াল করে ফেইসবুক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন
  • ফেইসবুক থেকে অন্য কোন থার্ডপার্টি  লিঙ্ক ব্রাউজিং এর ক্ষেত্রে ডাটা ভলিউম ফেইসবুক প্যাক থেকে ব্যায় না হয়ে অন্য ভলিউম ভিত্তিক প্যাক থেকে ব্যায় হবে(প্রযোজ্য ক্ষেত্রে) অথবা প্রধান অ্যাকাউন্ট থেকে Pay as you go অনুসারে ব্যায় হবে
  • প্যাক এর মেয়াদ এর পূর্বে যদি ফেইসবুক প্যাক ভলিউম শেষ হয়, সেক্ষেত্রে তাৎক্ষনিক ফেসবুক ব্রাউজিং বন্ধ হয়ে যাবে এবং পুনরায় শুরু করতে চাইলে, আপনাকে PG2 (১০কে বি/পয়সা) সক্রিয় করতে হবে অথবা প্যাকটি পুনরায় সক্রিয় করতে হবে।
  • আপনি যদি একই সাথে উভয় ফেইসবুক ও ভলিউম ভিত্তিক প্যাক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে যদি আপনার ফেসবুক প্যাকের মেয়াদ এর পূর্বেই ভলিউম ব্যায় হয়ে যায়, তবে ভলিউম ভিত্তিক প্যাক এর মাধ্যমে ফেসবুক ব্রাউজিং চালু থাকবে এবং ভলিউম ভিত্তিক প্যাক এর ক্ষেত্রেও যদি মেয়াদ এর পূর্বে ভলিউম শেষ হয়,তবে ভলিউম প্যাকের মেয়াদ পর্যন্ত আপনি PG2 (১০কে বি/পয়সা) সক্রিয় করতে পারবেন।
  • মেয়াদ কালিন প্যাক রিঅ্যাক্টিভেশন অথবা স্বয়ংক্রিয় নবায়ন এর ক্ষত্রে অবশিষ্ট ভলিউম যুক্ত হবে
  • ভ্যাট প্রযোজ্য

No comments:

Post a Comment