Manu

Saturday 19 July 2014

ভয়েস মেইল সার্ভিস

ভয়েস মেইল সার্ভিস

গ্রামীনফোন আপনার জন্য অফার করছে ভয়েস মেইল সার্ভিস যাতে আপনার কোনো গুরুত্বপূর্ণ কল মিস না হয়। ভয়েস মেইল সার্ভিস এনসারিং মেশিন-এর মত কাজ করে। এটি আপনার সব ইনকামিং কল মেসেজ রেকর্ড করে যখন আপনার ফোন নিম্নোক্ত যেকোনো মোডে থাকে :
  • ব্যস্ত
  • বন্ধ
  • কাভারেজ-এর বাইরে
  • অথবা, যখন ফোন রিসিভ করা সম্ভব হয় না
আপনার ফোন যদি বন্ধ থাকে অথবা আপনি কোন কল রিসিভ করতে না পারেন, এই সার্ভিসটি স্বয়ংক্রিয়ভাবে ইনকামিং কলগুলোকে ভয়েস মেইল-এ ডাইভার্ট করবে। এসএমএস নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন আপনি একটি ভয়েস মেইল পেয়েছেন এবং আপনি যেকোন সময় তা রিট্রিভ করতে পারবেন। এই সার্ভিসটি গ্রামীনফোনের সকল গ্রাহকদের জন্য প্রযোজ্য। ..................... 

আক্টিভেশনের নিয়মঃ

ভয়েস মেইল সার্ভিস করতে নিচের যেকোনো একটি মোডে আপনার ইনকামিং কল ডাইভার্ট করুনঃ
ডাইভার্ট মোড অ্যাক্টিভেট করতে ডায়াল করুন ডিঅ্যাক্টিভেট করতে ডায়াল করুন
বন্ধ (নট রিচেবল) **৬২*১২৬৬# ##৬২#
ব্যস্ত (বিজি) **৬৭*১২৬৬# ##৬৭#
নো রিপ্লাই **৬১*১২৬৬# ##৬১#
সকল ইনকামিং কল **২১*১২৬৬# ##২১#

মেসেজ রিট্রিভ করবেন কিভাবে?

  • যখন কেউ আপনার মেইল বক্সে কোন বার্তা/মেসেজ প্রদান করবে, আপনি একটি এসএমএস নোটিফিকেশন পাবেন।
  • আপনার মেইল বক্সে প্রেরিত বার্তা শুনতে ১২৬৬ নম্বরে ডায়াল করুন এবং নির্দেশনা অনুসরণ করুন।
  • রোমিং গ্রাহকগণ (বিদেশে অবস্থানরত অবস্থায়) ভয়েস মেইল বক্স এক্সেস করতে ডায়াল করুন +৮৮০১৭০০০০১২৬৬ নম্বরে।

চার্জ:

ভয়েস মেইল বক্স এক্সেস করার জন্য আপনার বর্তমান প্যাকেজ এর কলরেট প্রযোজ্য হবে।

No comments:

Post a Comment