Manu

Saturday 19 July 2014

ফেইসবুক এসএমএস

ফেইসবুক এসএমএস





সম্মানিত গ্রাহকদের মোবাইল সোশ্যাল নেটওয়ার্কিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে গ্রামীণফোন নিয়ে এলো ফেইসবুক SMS। এই সুবিধায় ইন্টারনেট সংযোগ ছাড়াই কোন গ্রাহক SMS-এর মাধ্যমে স্ট্যাটাস আপডেট, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো বা নতুন বন্ধু খোঁজার মতো ফেইসবুকের আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলো ব্যবহারের সুযোগ পাবেন।
সার্ভিসটি এক্টিভেট করতে আগ্রহী গ্রাহকদের হ্যান্ডসেট মেসেজ অপশনে FB লিখে 32665 নম্বরে পাঠাতে হবে......
ফেইসবুক SMS সুবিধাটি চালু করতে ফিরতি SMS-এ পাঠানো কনফার্মেশন কোডটি ফেইসবুক একাউন্টে ব্যবহার করতে হবে। অথবা মোবাইল হ্যান্ডসেট থেকে http://m.facebook.com/settings>SMS অনুসরণ করেও এই সুবিধাটি উপভোগ করা যাবে। এখন আপনার ফেইসবুক একাউন্টটি SMS-এর মাধ্যমে স্ট্যাটাস আপডেট ও নোটিফিকেশন গ্রহণ করতে প্রস্তুত।

এই সার্ভিসে নতুন যা পাচ্ছেন:

বিশেষ এই সুবিধাটি শুরুর আগে প্রতিটি SMS-এর জন্য ১ টাকা চার্জ করা হতো। সাবস্ক্রিপশন ভিত্তিক, নতুন প্রবর্তিত এই সার্ভিসে থাকছে বার্থডে অ্যালার্ট, স্ট্যাটাস পরিবর্তনের মতো আকর্ষণীয় সব ফিচার। তাই গ্রাহকগণ এখন ইন্টারনেটে সংযুক্ত না হয়েও সামাজিক সব যোগাযোগ ও খবরাখবরের সাথে সবসময়ই সম্পৃক্ত থাকতে পারছেন!

চার্জ:

সাবস্ক্রিপশন মডেল ১:
২ টাকায় ৫ দিনের সাবস্ক্রিপশন, সাথে থাকছে ৪টি ফ্রী SMS। ফ্রী SMS ফুরিয়ে যাওয়ার পর প্রতিটি SMS -এর জন্য ১ টাকা* চার্জ প্রযোজ্য।
সাবস্ক্রিপশন মডেল ২:
৫ টাকায় ১০ দিনের সাবস্ক্রিপশন, সাথে থাকছে ১২টি ফ্রী SMS। ফ্রী SMS ফুরিয়ে যাওয়ার পর প্রতিটি SMS -এর জন্য ১ টাকা* চার্জ প্রযোজ্য।
* সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য।

নিম্নোক্ত সকল কীওয়ার্ডের (Keyword) ক্ষেত্রে গ্রাহকগণকে 32665 নম্বরে এসএমএস পাঠাতে হবে।

স্ট্যাটাস

[] ফেইসবুকে স্ট্যাটাস আপডেট/পোস্ট করার জন্য
[sub ] or
[subscribe ]
ফ্রেন্ডের স্ট্যাটাস আপডেটে সাবস্ক্রাইব করার জন্য
[unsub ] or
[unsubscribe ]
ফ্রেন্ডের স্ট্যাটাস আপডেট থেকে আনসাবস্ক্রাইব করার জন্য

পোক

[p ]or
[poke ]
কোন ইউজারকে পোক করার জন্য

ফ্রেন্ড

[add ]or
[add ] or
[add ]
ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য

কোন পেজ এর ফ্যান হওয়া/ লাইক করতে চাইলে

[Fan ] [like ] কোন পেজ এর ফ্যান হওয়া/ লাইক করতে চাইলে Like <পেজ এর নাম> লিখে পাঠান। যেমন গ্রামীনফোন এর পেজ লাইক করতে "Like Grameenphone" লিখুন।

ছবি আপলোড

[photos] অ্যালবামে ছবি আপলোড করার ইমেইল আইডি পেতে হলে

সার্ভিস সম্পর্কিত

[stop] ফেইসবুক এসএমএস সার্ভিস বন্ধ করে দেয়ার জন্য
[on] ফেইসবুক এসএমএস সার্ভিস পুনরায় চালু করার জন্য

No comments:

Post a Comment