Manu

Saturday 19 July 2014

এমএমএস

এমএমএস


মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস (এমএমএস)-এর মাধ্যমে আপনি প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন আপনার প্রিয় সব মুহূর্ত আর অনুভুতি। এই সার্ভিসের মাধ্যমে আপনি টেক্সট, ছবি, অ্যানিমেশন, মিউজিক, ১০০ কিলোবাইট পর্যন্ত ভিডিও ক্লিপ ইত্যাদি দিয়ে আপনার মেসেজ সাজাতে পারেন। আপনি বিভিন্ন ইমেইল অ্যাড্রেসেও ছবি ও ভিডিও ক্লিপ পাঠাতে পারেন। এমএমএস সেটিং-এর জন্য আপনার মেসেজ অপশনে ...........
লিখুন MMS এবং পাঠিয়ে দিন 8080 নম্বরে। গ্রামীণফোন থেকে পাঠানো কনফিগারেশনটি প্রয়োজনে 1234 পিন নম্বর দিয়ে সেভ করুন। এমএমএস পাঠাতে কোন চার্জ প্রযোজ্য নয়।

এমএমএস পাঠানোর পদ্ধতি:

  • হ্যান্ডসেট থেকে ১০০ কিলোবাইটের চেয়ে কম সাইজের একটি ফাইল বেছে নিন
  • সেন্ড অপশন থেকে পিকচার মেসেজ সিলেক্ট করুন
  • প্রাপকের মোবাইল নম্বর প্রবেশ করিয়ে পাঠিয়ে দিন
  • মাল্টিমিডিয়া মেসেজ পাঠানোর জন্য আপনার হ্যান্ডসেটে এমএমএস কনফিগার করা থাকতে হবে

ট্যারিফ:

  • প্রতিটি লোকাল/জিপি-জিপি এমএমএস-এর জন্য ৩ টাকা
  • প্রতিটি জিপি-রবি এবং জিপি-এয়ারটেল এমএমএস-এর জন্য ৩ টাকা
*১৫% ভ্যাট প্রযোজ্য

মনে রাখবেন:

ইন্টারন্যাশনাল এমএমএস পাঠানোর পদ্ধতি:

  • এমএমএস সাবস্ক্রিপশন করা যেকোন প্রিপেইড ও পোস্টপেইড EDGE গ্রাহক ইন্টারন্যাশনাল এমএমএস আদান-প্রদান করতে পারবেন। ইন্টারন্যাশনাল এমএমএস পাঠানো যেকোন গ্রামীণফোন নম্বরে এমএমএস করার মতোই সহজ। এক্ষেত্রে প্রাপকের ইন্টারন্যাশনাল নম্বরটি কান্ট্রি কোড ও এরিয়া কোডসহ (যদি প্রযোজ্য হয়) ব্যবহার করতে হবে। যেমন সিংটেল-এর (সিঙ্গাপুর) একজন গ্রাহককে এমএমএস করার জন্য নম্বর টাইপ করুন + 65 x xxxx xxxx।
  • প্রতিটি ইন্টারন্যাশনাল এমএমএস-এর খরচ ১৫ টাকা

No comments:

Post a Comment